জুবাইরুল ইসলাম জুয়েল টেকনাফ প্রতিনিধি
টেকনাফের বাহারছড়া শামলাপুর এলাকা থেকে গত ৫দিন ধরে নিখোঁজ হয় আফিফা নামের ৩য় শ্রেণীর এক শিশু।
নিখোঁজ হওয়া শিশু বাহারছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুরান পাড়া গ্রামের মৃত রুবেলের মেয়ে আফিফা মনি রাবি (৯)।
নিখোঁজ শিশুর মা হাসিনা আক্তার দৈনিক আমাদের কক্সবাজার কে জানান,
গত (১৯শে) জানুয়ারি শুক্রবার বেলা ১১:টার দিকে খেলতে বের হয়ে আজ ৫ দিন ধরে ঘরে ফিরেনি আফিফা।
নিখোঁজ আফিফা পুরান পাড়া আনাস বিন মালেক (রাঃ) নূরানী মাদ্রাসা হতে ৩য় শ্রেণী শেষ করে ৪র্থ শ্রেণীতে ভর্তি হবে মাত্র।
তার মা হাসিনা আক্তার আরো বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে এক ছেলে দুই মেয়ে নিয়ে অভাব অনটনে খেয়ে না খেয়ে দিন পার করছি নিখোঁজ শিশু আফিফা মেজ মেয়ে, হাসিনা আক্তার কান্নাজড়িত গলায় দৈনিক আমাদের কক্সবাজার কে মিনতি করে তার অনুভূতি প্রকাশ করেন।
তার শিশু আফিফাকে খুঁজতে অর্থসম্পদ না থাকায়,
কোন আইনশৃঙ্খলা বাহিনীর ধারে যেতে ও ব্যার্থ হয়েছেন, রিতিমত পাগলের মত মানুষের ধারে ধারে ঘুরছেন হাসিনা আক্তার।
তার নিখোঁজ এতিম শিশু আফিফা কে ফিরিয়ে পেতে
দেশবাসীর কাছে আকুতি জানান তিনি,
তার যোগাযোগ মাধ্যম মুঠোফোন ০১৮৩৩-৯৫৯৩৮৪/০১৮৩৭-৫৮০৪৬৬
এতিম শিশুর সন্ধান পেতে সহযোগিতা করুন।