1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ শহরে পাহাড়কাটা মামলায় ২ জনকে দেড় বছরের কারাদণ্ড,১লক্ষ টাকা জরিমান চট্টগ্রামের বোয়ালখালীতে এক সন্তানের মায়ের আত্মহত্যা বিজয় ও বুদ্ধিজীবী দিবস ঈদগাঁও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি 553480201701351027 কক্সবাজার জেলা বাপার জরুরি সভায় আলমগীর কবির পরিবেশগত সংকট নিরসনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি উপজেলা অনুমোদনে ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের ভূমিকা অপরিসীম পুলিশ হত্যা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার চট্টগ্রামে চট্টগ্রামে হেলে পড়া ভবন পরিদর্শনে গেল তদন্ত কমিটি Мостбет скачать на компьютер: бесплатное приложение windows

বাঁকখালী নদী রক্ষায় এবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিল বাপা

  • আপডেট করা হয়েছে সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের বাকখালী নদী রক্ষা তা যথাযথ ভাবে সংরক্ষণ করতে জেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখা নেতৃবৃন্দ।

সোমবার সংগঠনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম ।
সহ-সভাপতি সাংবাদিক ফরিদুল আলম শাহীন,এডভোকেট জাফর আলম দিদার, নেজাম উদ্দিন,ইসমাইল সাজ্জাদ , সদর উপজেলা সভাপতি এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সামস্,শহর শাখার সাংগঠনিক সম্পাদক উসেন, জেলা সদস্য মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ফরিদ, সদর উপজেলা বাপা নেতা সাংবাদিক নুরুল হোসেন, এনামুল হক,

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পর্যটন নগরী কক্সবাজার শহরের অন্যতম প্রধান নদী বাঁকখালী। এ নদীটি বান্দরবানের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে নাইক্ষ্যংছড়ি, বাইশারী, রামু ও কক্সবাজার সদর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আশির দশক পর্যন্ত কক্সবাজার থেকে টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া যাতায়াতের প্রধান পথই ছিল এ বাঁকখালী নদী। মাত্র কয়েক বছরের ব্যবধানে দখল, দূষণ ও নদী সংলগ্ন প্যারাবন উজাড়ের মাধ্যমে এ নদী বর্তমানে হুমকির মুখে ও মৃত নদীতে পরিণত হতে চলেছে। নদীটিকে অবৈধ দখল ও দূষণমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ২০১৪ সালে হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থমূলক মামলা দায়ের করে।
মামলার প্রাথমিক শুনানী শেষে গত ১৬ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে মহামান্য আদালত বাঁকখালী নদীতে বিদ্যমান সকল দখলদার ও স্থাপনা উচ্ছেদের ও দূষণের উৎস বন্ধের নির্দেশ প্রদান করেন। একইসাথে আদালত বাঁকখালী নদী ও নদীর তীর ভিন্ন উদ্দেশ্যে ইজারা প্রদান করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে বিগত ২০১৫ সালের ৬ জানুয়ারী আদালত কক্সবাজার পৌরসভাকে বাঁকখালী নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশের পরও কক্সবাজার পৌরসভা চরম অবিবেচকভাবে বাঁকখালী নদীতে প্রতিনিয়ত বর্জ্য ফেলছে ও বর্জ্য দিয়ে নদী ভরাট করে চলেছে। অধিকন্তু গত ১ বছর যাবত এ নদীর দুই তীরে প্রাকৃতিকভাবে ও পরিবেশ অধিদপ্তরের “কোস্টাল এণ্ড ওয়েটল্যাণ্ড বায়োডাইভারসিটি প্রকল্প” এর অধীন বনায়নের মাধ্যমে সৃষ্ট প্যারাবন কেটে সেখানে প্লট করে নদীর তীর দখল করেছে কতিপয় প্রভাবশালী ও তাদের ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা। দখল করে তৈরি করা প্লটে এখনও জোয়ারের পানি উঠছে এবং সেখানে কেটে ফেলা মৃত প্যারাবনের গাছ ষ্পষ্ট দৃশ্যমান হচ্ছে। নদীর তীর ও তীর সংলগ্ন প্যারাবন রক্ষায় আদালতের সুষ্পষ্ট নির্দেশনা থাকলেও এসব দখলদারদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি।

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তুলে ধরা দাবিগুলো হলো, আদালতের নির্দেশ প্রতিপালন করে বাঁকখালী নদীতে কক্সবাজার পৌরসভা কর্তৃক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে; নদী, নদীর তীর ও নদী সংলগ্ন প্যারাবন দখল ও দূষণমুক্ত করতে হবে, এবং নদী তীরস্থ প্যারাবনের সকল দখল উচ্ছেদ করে প্যারাবন ফিরিয়ে আনতে হবে। দখলদারদের হাত থেকে জনগণের সম্পত্তি উদ্ধার করে সুরক্ষিত করতে হবে। ক্ষতিগ্রস্ত প্যারাবন ফিরিয়ে আনার পাশাপাশি সকল দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কক্সবাজার পৌরসভাকে বর্জ্য ফেলার জন্য ইতোমধ্যে নির্বাচিত বিকল্প স্থানে বর্জ্য ফেলতে বাধ্য করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com