1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এস.এসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 উখিয়া ৯৯ ব্যাচ ১৩ রানে জয়ী চট্টগ্রামে চাঁদা চেয়ে আটকে বৃদ্ধকে হুমকি মারধরের দায়ে আটক ৩ নারী চট্টগ্রাম জেলায় এবার ৬ ওসি বদল দক্ষিণ কাট্রলী আব্দুর পাড়া ব্লাড ডোনেশন সোসাইটির কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত নগরীর হালিশহরের ৩ আসামি গ্রেফতার ঢাকায়। চট্টগ্রামের বোয়ালখালতে অভিমান করে স্কুল ছাত্রর আত্মহত্যা Thailänder Women Personal ads For Matrimony to West Man চমেক হাসপাতালে রামুর রিমন শর্মা নামেপরিচিত এক দালাল গ্রেফতার ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ

মহেশখালীতে মুক্তিযোদ্ধার বাড়িতে শত্রুর আগুন ঘটনাস্থল পরিদর্শন করেন,ইউএনও,মোঃ ইয়াছিন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

 

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার

আজ প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আবুজাফর ছিদ্দিকীর বাড়িতে আগুন জ্বলছে,বিগত সময়ে তাঁর আদরের সন্তান খুন হয়েছে! শোকে মৃত্যু হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর।

ছেলের খুনিরা তাঁহার বসতবাড়ীতে আগুল জ্বালিয়ে উল্লাস করছে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান মাস্টার সোহেল জীবন বাঁচাতে নিরাপত্তার ক্ষতির ক্ষতির আশষ্কা থেকে থানায় করা হয়েছিলো একাধিক জিডি তার কোন প্রতিকার মিলেনি।

মহেশখালীতে শত্রুতামূলক ভাবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুজাফর ছিদ্দিকীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
০৫ ফেব্রুয়ারী রবিবার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় এই বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে মহেশখালীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

মুক্তিযোদ্ধা আবুজাফর ছিদ্দিকির সন্তান মাস্টার সরওয়ার কায়সার সোহেল জানান-

গত ২০২০ সালের ২৪ জুন  এই বাড়িতেই তার ছোট ভাই মনোয়ার কায়সার ছিদ্দিককে নির্মম ভাবে পিটিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় সে সময় খুনের মামলা হওয়ার পর প্রধান আসামি মোঃ সিরাজ বিদেশে পালিয়ে গিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

মামলার ১ নং আসামী মোঃ সিরাজ আত্মীয়র সুবাদে মহেশখালীর এক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় রাতারাতি পাসপোর্ট তৈরি করে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করেদে সেই পুলিশ কর্মকর্তা।

মামলার ১৬ আসামির মধ্যে মাত্র ১জন গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজাতে রয়েছে -বাকি ১৪ আসামী জামিনে মুক্ত আছে। কক্সবাজার জজ আদালতে বিচারাধীন এ হত্যা মামলাটির ধার্য্য তারিখ ছিলো আগামী ১৪ ফেব্রুয়ারী। এরইমধ্যে তাদের বাড়িটি নির্মাম ভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধার এই সন্তান আরও জানান-

তাদের পৈত্রিক বাড়ী কালারমার ছড়া ইউনিয়নের সোনারপাড়া এলাকায়, পড়ালেখা ও চাকরির সুবাদের তারা মহেশখালী পৌর সদরের কাছাকাছি জাগিরাঘোনায় এই বাড়িটি করেছিলেন, এখানে আশপাশে কোনো আত্মীয়-স্বজন না থাকায় প্রতিবেশীরা প্রথম থেকেই তাদের সাথে শত্রুতামূলক আচরণ করতে থাকে। ভাই খুন হওয়ার পর তা নিয়ে থানায় মামলা হলে আসামিদের হুমকির মুখে তারা বাড়িছাড়া হয়ে পড়ে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়টি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তিনি মনে করেন- তার ভাই এর হত্যা মামলার আসামিরা জামিনে এসে ওই এলাকা থেকে তাদেরকে উচ্ছেদ করার লক্ষ্যে বাড়িটি পুড়িয়ে দেয়।

আগুনে বাড়িটি ও বাড়ির আসবারপত্র সম্পূর্ণ পুড়ে যায়, খাসে পড়ে বাড়িটির মাটির দেয়ালও। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের দমকল কর্মীরা এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুনের মামলার বাদী মাস্টার সরওয়ার কায়সার সোহেল দাবী করেন-

তার ভাইকে নির্মমা ভাবে খুন করার পর এনিয়ে থানায় মামলা হলেও বরাবরই পুলিশের ভূমিকা ছিলো রহস্যজনক, তারা শত চেষ্টা চালিয়েও খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের সহযোগিতা পায়নি।

এ অবস্থায় ধারাবাহিক ভাবে খুনিদের হুমকির মুখে পড়তে হয়েছে তাদের। এ নিয়ে থানায় পর পর ৪টি সাধারণ ডায়েরী করেও পুলিশের সহায়তা পায়নি তারা, বাধ্য হয়ে বাড়িছাড়া হতে হয়েছে তাদের। বর্তমানে তাদের পুরা পরিবারটিই বেশ নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে দাবী করেন তিনি।

মহেশখালীর প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আবুজাফর ছিদ্দিকীর বাড়িতে আগুন লাগার ঘটনা শুনে ০৬ ফেব্রুয়ারী সকালে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশখালী উপজেলা ইউএনও, মোঃ ইয়াছিন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের স্টেশন মাস্টার পুলক সরকার জানান-

আগুনের খবর পাওয়ার তাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি অনেকটা পুড়ে যায়।

তার প্রাথমিক ধারণা থেকে আগুনের কারণ ও ক্ষয়তির একটি নুন্যতম পরিমাণ লিপিবদ্ধ করেছেন।

বাকিটা পুলিশের তদন্তে বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।

এই বিষয়ে মহেশখালী থানা পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন-
০৫ জানুয়ারী রবিবার সন্ধ্যায় একটি বাড়িতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে খবর পেয়েছি, এটি শত্রুতামূলক আগুন বলে কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com