মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)।
ঈদগাঁও মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক ও মা সমাবেশ আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক আজিজ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য দেন ইউসুফেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক কাফি আনোয়ার, প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন। দিনের অন্য কর্মসূচিতে ছিল বার্ষিক বনভোজনন। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ছুরুত আলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাস্টার আতিকুর রশিদ তারেক, শিক্ষক- অভিভাবক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, মোহনবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী, দক্ষিণ মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, মোহাম্মদ ছৈয়দ, শামসুল হুদা প্রমুখ।
শিক্ষকদের মধ্যে সৈয়দ নুর, মোস্তফা হেলালী, সেলিম উল্লাহ, তাবেঈন আশরাফ, শাহিন ফাতেমা, আরইজে নুসরাত জাহান, রুবিনা মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষক বৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বক্তারা বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
শিক্ষার্থীদের জীবন গঠনে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবক তথা পিতা-মাতাকে আরো সচেতন হতে হবে।