এইচ এম এরশাদ
প্রশাসনের সাথে সরেজমিনে দায়িত্ব পালনকালীন সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব সন্ত্রাসী দলপতি ও ভূমিদস্যু খ্যাত খালেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলায় সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বাঁকখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও লাটিয়াল বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহসভাপতি ফরিদুল আলম শাহীন ও সাধারণ সম্পাদক এইচএম এরশাদ সহ কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে লাটি হাতে সন্ত্রাসী খালেক যেভাবে সাংবাদিকদের উপর এগিয়ে যাচ্ছে, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে। দলীয় হাই কমান্ড তাকে এই জঘন্যতম অপরাধ করার সেই অধিকার ও সাহস দেয়নি। হামলাকারী ভূমিদস্যু খালেক ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানানো হয়। নতুবা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠিন কর্মসূচী ঘোষণা করবে কক্সবাজার জেলা প্রেসক্লাব।