গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
দিনের বেলায় শ্রমিকের কাজের আড়ালে রাতে ভয়ংকর ডাকাতীর অভিযোগ। মহেশখালী উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়ার চালিয়াতলী মাতারবাড়ী সড়কে ডাকাতি প্রস্তুতির মামলার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু ছৈয়দ (২৬) কালারমারছড়া ইউনুছখালী গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শনিবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার সময় মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালারমারছড়া মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়- ডাকাতির বিষয়টি আড়াল রাখতে তিনি সংঘবদ্ধ ডাকাতদলের সাথে রাতে ডাকাতি করলেও দিনের বেলায় তারা লবণ চাষের শ্রমিক, দৈনিক দিন মজুরের কাজ করতেন। একইসঙ্গে ডাকাতির নতুন স্থানও সন্ধান করতেন তারা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান-ডাকাতির প্রস্তুতির মামলায় ছায়াতদন্ত শুরু করলে আবু ছৈয়দের নাম উঠে আসে। পরে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেপ্তার করা হয়। এলাকার লোকজন সহযোগিতা করলে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।