গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের গহীন পাহাড়ে মহেশখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ,দেশীয় চোলাই মদ,মদ তৈরির উপকরণসহ ৩ জন কে গ্রেফতার করেছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় -মঙ্গলবার ০৬ জুন বিকাল ১৭.৩০ ঘটিকার সময় মহেশখালী থানাধীন শাপলাপুর ইউনিয়নের অন্তর্গত লোহারছারা নামক জায়গার গহীন পাহাড়ের ভিতর গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এস আই আবু বক্কর এর নেতৃত্বে সাদা পোশাকের একটি দল দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন কেন্দ্র অভিযান পরিচালনা করে।
এমন সময় বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার মৃত ফুল মিয়ার পুত্র রুহুল আমিন (২১),ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীরপাড়ার মৃত আব্দুস সাত্তারের পুত্র
ফোরকান মিয়া (৩০) ও একই ইউনিয়নের বশিরাখোলার মোঃ হাবিব উল্লাহ পুত্র পারভেজ হোছাইন (১৯),ঘটনাস্থল হইতে দেশীয় তৈরি চোলাই মদ তৈরীর সময় মদ তৈরীর উপকরণ ০২টি হাড়ি, ০১টি ড্রামের মধ্যে রক্ষিত ১১০ লিটার চোলাইমদ, অন্য ০১টি ড্রামে রক্ষিত ২৫০ লিটার মদ তৈরীর উপকরণ (ওয়াশ) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তারা দীর্ঘদিন যাবত পাহাড়ের গহীন অরণ্যের ভিতরে দেশীয় চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
আটককৃত ফোরকান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব চৌধুরী জানান-আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।