গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
দ্বীপ উপজেলা মহেশখালীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রথমে পতাকা উত্তোলন,কেক কাটা, পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৩ জুন শুক্রবার বিকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহনে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার -২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করে। মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই ঘটে।
বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। বাঙালির স্বপ্ন পূরণের সারথী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই থেকেছে বাঙালি জাতির পাশে। এমনই মহান গৌরব ও ঐতিহ্যের উত্তরসূরী বিশ্বের অন্যতম প্রাজ্ঞ রাজনীতিক ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নানা চড়াই উৎড়াই পার হয়ে স্রোতের উজানে নৌকা ভাসিয়েছেন। এই এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত সংগ্রামে একের সঙ্গে বেঁধেছেন বহুকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা আজ বাঙালি জাতির জন্য এক প্রত্যয়ের নাম; জাতির সততার শক্তি। তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়।