চ্যানেল ইনানী ডেস্ক
এখনও বিক্রি হয়নি ‘হিরো আলম’
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার মইজ্জারটেক বাজারে আনা একটি গরুর নাম দেওয়া হয়েছে হিরো আলম। লাল রঙের গরুটি এখনো বিক্রি হয়নি। প্রায় প্রায় ১১ মণ ওজনের গরুটির দাম হাঁকানো হচ্ছে ৪ লাখ টাকা। তবে সাড়ে ৩ লাখ টাকা পেলে ঘরে পালন করা শখের গরুটি ছেড়ে দিতে চান ব্যাপারী মনোয়ার হোসেন।