এম হাবিবুর রহমান রনি নাই নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে কঠোর অবস্থানের কারণে আবারো ৪১টি বার্মিজ গরু জব্দ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টার লেম্বুছড়ি, পানছড়ি এবং হাতিরামাঝিড়ি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকা থেকে ৪১টি বার্মিজ গরু জব্দ করেন।
এই বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম জানান, গবাদিপশুসহ সীমান্ত দিয়ে চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা এবং
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জানুযারি থেকে আজ পর্যন্ত ২০২৩ হতে অদ্যাবধি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে ২৫ (পঁচিশ) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।
দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।