নিজস্ব প্রতিবেদন
পালংখালি ইউনিয়ন ইলেকট্রিশিয়ান ও স্যানেটারী শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর অফিস উদ্বোধন আজ ১৫/০৭/২০২৩ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় পালংখালি স্টেশনে পশ্চিমের মোছারখোলা রোডে আর ওয়াইচ সুপার মার্কেট অফিস কক্ষে।
আবুল ফয়েজের সভাপতিত্বে প্রধান অতিথি কামাল (সওঃ) ও প্রধান মেহমান নুরুল হক মেম্বার ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অত্র সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আলমের সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন।
পালংখালি বাজার সমিতির সভাপতি কামাল উদ্দিন (সওঃ) তিনি বলেন আপনাদের একতা আমার ভাল লেগেছে তবে অনৈয্য ভাবে টাকা আদায় করা থেকে বিরত থাকতে হবে।
প্রধান মেহমান নুরুল হক মেম্বার বলেন। আপনাদের ঐক্যতাকে আমি স্বাগতম জানাই সমিতির নিয়মনীতি মেনে আপনারা প্রত্যেক বছর অডিট করা ও মেয়াদ শেষ হলে সুসৃংখল ভাবে পূণরায় কমিটির সভাপতি -সম্পাদক নির্ধারণ ও সমিতির গতিশীল করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা।
সভাপতির বক্তব্যে বলেন বিভিন্ন যায়গায় দেখা যায় রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে কম দামে কাজ করায় ফলে স্থানী কর্মিদের বদনাম পোহাতে হয়, আমরা এই বদনামের বুঝা মাথায় নেবনা সমিতির সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন কেউ যদি দেখেন রোহিঙ্গরা ইলেকট্রিশিয়ান বাঁ স্যানেটারী কাজ করছে সাথে সাথে আমাদের জানাবেন এর বিরুদ্ধে প্রতিবাদ করব।
বিভিন্ন দাবি দাবা ব্যক্ত করে সকল সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।