চ্যানেল ইনানী ডেস্ক
টক অব দ্য টাউন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ডিভোর্স।
শেষ পর্যন্ত দুজনের মধ্যে বনিবনা না হওয়া ও নানাবিধ কারণে ভেঙেই গেল চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরীফুল রাজের সংসার। পরীমনি রাজকে ডিভোর্স দিলেন।
১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। তাঁর পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরী বা রাজ কাউকে পাওয়া যায়নি।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। দুজনের কেউই কারও মুখ দেখতে চান না বলেও জানিয়েছেন।
এর কিছুদিন পরেই আবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। আভাস মিলেছিল যে তারা দুজন এক হবেন। কিন্তু এবার জানা গেল বিচ্ছেদের পথেই হাঁটছেন আলোচিত এই দম্পতি।