গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার
মহেশখালী থানার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ
১০ মামলার পলাতক আসামি বার্মাইয়া আব্দুল গফুর (৩২) নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
০৭ অক্টোবর শনিবার দিবাগত রাত ০২.৫০ ঘটিকার সময় মহেশখালী উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশখালী থানার উপপরিদর্শক (এস.আই) আবু বক্কর সিদ্দিক নেতৃত্বে তাঁর সঙ্গীয় ফোর্স।
এসময় কালারমারছড়ার আঁধারঘোনার ছাবেকের ভাড়া বাসা থেকে আব্দুল গফুর কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন-
মহেশখালী থানার এসআই আবু বক্কর, মহিউদ্দিন ভূঁইয়া, এএসআই জসিম উদ্দিন, এএসআই ফিরোজ আলম এবং এসআই অপু-দে বিশেষ অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করে।
তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক গফুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ১০ এর অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন।
আটক গফুর কালারমারছড়া ফকিরজোমপাড়ার মোঃ ইউনুস প্রকাশ বার্মাইয়া ইউনুসের পুত্র।
স্থানীয়রা জানায়- গফুর প্রকাশ বার্মাইয়া গফুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো।
তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে পারতো না। তার গ্রেফতারে খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় মানুষ স্বস্তির নিশ্বাস পেলে।