1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কাট্রলী আব্দুর পাড়া ব্লাড ডোনেশন সোসাইটির কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত নগরীর হালিশহরের ৩ আসামি গ্রেফতার ঢাকায়। চট্টগ্রামের বোয়ালখালতে অভিমান করে স্কুল ছাত্রর আত্মহত্যা চমেক হাসপাতালে রামুর রিমন শর্মা নামেপরিচিত এক দালাল গ্রেফতার ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ শহরে পাহাড়কাটা মামলায় ২ জনকে দেড় বছরের কারাদণ্ড,১লক্ষ টাকা জরিমান চট্টগ্রামের বোয়ালখালীতে এক সন্তানের মায়ের আত্মহত্যা বিজয় ও বুদ্ধিজীবী দিবস ঈদগাঁও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি 553480201701351027

ঈদগাঁওতে পবিত্র কোরআনের জ্যোতি ছড়াচ্ছে যে প্রতিষ্ঠান

  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

 

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

২৫ লক্ষ হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ। দেশে এমন একটি পরিবারও রয়েছে যেখানে ৬৩ জন সম্মানিত হাফেজে কুরআন আছেন। হাফেজরা পরিবার ও এলাকার জন্য আদর্শবান ব্যক্তিত্ব। তাদের পিতা-মাতা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাদের উচচ মর্যাদা দেবেন। কোরআন হিফজের বিনিময় স্বরুপ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। দশ অক্টোবর মঙ্গলবার বিকেলে কক্সবাজারের ঈদগাঁওতে একটি মহিলা হিফজ মাদ্রাসার অনুষ্ঠানে ইসলামী আলোচকরা উপরোক্ত সুখবর দেন। মাদ্রাসাতুল হেদায়াহ ঈদগাহ মহিলা হিফজ মাদ্রাসা অভ্যন্তরে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সবিনা ও হিজাব প্রদান অনুষ্ঠান- ১৪৪৫ হিজরী’। অত্র প্রতিষ্ঠানের হাবিবা জান্নাত তাহিয়্যার সফল হিফজ সমাপ্তি উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে মেহমানদের স্বাগত জানিয়ে দ্বীনি এ প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আমিনুর রশিদ। দ্বীনি ও প্রচলিত শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠান আয়োজিত সবিনা অনুষ্ঠানে প্রধান অতিথির নসিহত পেশ করেন পোকখালির গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর। দেশ-বিদেশে হাফেজে কোরআনদের পরিসংখ্যান ও অবস্থান নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন মাদ্রাসাতুল কুরআন কক্সবাজার এর পরিচালক অ্যাডভোকেট মাওলানা রিদওয়ানুল করিম। ইসলামী ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুদ্দোজা, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল করিম, অভিভাবক ঈদগড়ের মাওলানা মনিরুল আলম, হাফেজার নানা ইসলামপুর নিবাসী আজিজুল হক প্রমুখ। ২০১৯ সালে স্থাপিত এ মাদ্রাসাটি দ্বিতীয়বারের মত এ সাফল্য উদযাপন করে। বিদায়ী হাফেজা হাবিবা ঈদগাঁও উপজেলার শিল্পনগরী ইসলামপুরের বাসিন্দা। শুরুতে তিনি তার সুললিত কন্ঠে পবিত্র কোরআন পাঠ করে শুনান।
এডভোকেট রিদওয়ানুল করিম বলেন, বর্তমানে বাংলাদেশেও একটি পরিবারে ৬৩ জন হাফেজে কোরআন রয়েছেন। পটুয়াখালীর বাউফলে এক গ্রামে দশজন হাফেজ আছেন।
তিনি বলেন, পৃথিবী ব্যাপী দিনরাত ২৪ ঘন্টা মহাগ্রন্থ আল কুরআনের পঠন ও পাঠান চলছে। মায়েদেরকে তার পেটের সন্তানদের পবিত্র কুরআনের পাঠ শোনাতে হবে। শিশুদের কোরআন পড়িয়ে ঘুম পাড়াতে হবে।
তিনি বিদেশি কয়েকটির দেশের এ সংক্রান্ত উদাহরণ পেশ করেন।
বলেন, আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গড়ে প্রতি ঘরে একজন হাফেজ রয়েছেন। বৃহত্তম মুসলিম দেশ ইরানে একটি গ্রামে ৬৩ জন হাফেজ থাকার খবর পাওয়া গেছে। এসময় বিদায়ী হাফিজার আত্মীয়-স্বজন ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
ঈদগাহ বাস স্টেশনের একটি ভাড়া ফ্লাটে এ প্রতিষ্ঠানে আবাসিক ও অনাবাসিক মহিলা হাফেজরা পবিত্র কুরআন হেফজ করছেন। তারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, যথাসময়ে খাদ্য গ্রহণ, প্রাতিষ্ঠানিক রুটিন অনুসরণ সহ অনুকূল ইসলামিক পরিবেশে বেড়ে উঠছে। এর আগেও একবার এক মহিলা হাফিজার বিদায় উপলক্ষে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com