আবুল কালাম চট্টগ্রাম
চট্টগ্রাম শাহ আমানত সেতুর ওপর মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অজ্ঞাত চার ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বাকলিয়া থানা ও কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, শাহ আমানত ব্রীজের উপর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক জনসহ চার জনের মৃত্যু হয়।
তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুঘটনায় আরও ১১ জন ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।