নিজস্ব প্রতিবেদক:উখিয়া
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মিডিয়াকারী আরসার কমান্ডার নুর কামাল প্রকাশ সমিউদ্দিন’কে গ্রেফতার করেছে র্যাব-১৫ ।
রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে তাকে বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তবে, কয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।
গ্রেফতার আরসার কমান্ডার নুর কামাল প্রকাশ সমিউদ্দিন (৩৮) উখিয়ার কুতুপালং ক্যাম্প-৭ ব্লক-সি,সাবের আহমেদের ছেলে। নুর কামালের পরিবার মিয়ানমারের মংডু চিংড়িপ্রাং এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরের দিকে কক্সবাজার র্যাব-১৫ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সবিশেষ জানাবে বলে উল্লেখ করেছেন কক্সবাজার র্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আবু সালাম চৌধুরী জানান, রবিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫’র আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মিডিয়াকারী ও হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ সমিউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে দেশী-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া উপজেলার কুতুপালং এলাকার লম্বাশিয়া ডি ব্লক রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) কার্যালয়ে একদল বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিব উল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
এই ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর মুহিব উল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অনেকেই কারাগারে রয়েছে। আর মুহিবুল্লাহর পরিবার পশ্চিমা রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে চলে গেছে।