গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালীতে পেশাজীবিদের সাথে ৬ নভেম্বর সোমবার সকালে মহেশখালী উপজেলা পরিষদের হল রুমে পালস্ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আই আর আই) এর অর্থায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশিক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোও জহির উদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান,ক্রেক হ্যালিস্টাইন কান্ট্রি ডাইরেক্টর আই আর আই, অমিতবা গুশ, প্রোগ্রাম ম্যানেজার আই আর আই, সাইদা মুশরেফা জাহান প্রোগ্রাম এসোসিয়েট, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী জনাব সাইফুল ইসলাম চৌধুরী (কলিম)
এমন সময় উপস্থিত ছিলেন আবুল বাসর ( পোকাল আই আর আই প্রজেক্ট এবং পরিচালক পালস বাংলাদেশ সোসাইটি), কলিম উল্লাহ, জিনিয়া বিনতে জামান।
এছাড়া ও বিভিন্ন পেশা জীবি -ইমাম,শিক্ষক,ব্যবসায়ী,
ছাত্র, শিল্পি,সাংবাদিক, সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে আলোচনা করেন, শান্তিপূর্ণ সহ অবস্থান, দ্বাদশ নির্বাচন কিভাবে শান্তিপূর্ণ হয়, সমসাময়িক ইস্যু, নাগরিকের অধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, সহিংসতা না করে শান্তিপূর্ণ সবার অংশগ্রহণ,উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আবুল বাশার পোকাল আই আর আই প্রজেক্ট এবং পরিচালক,পালস্ বাংলাদেশ সোসাইটি । সঞ্চালনা করেন কলিম উল্লাহ প্রমুখ।