আবুল কালাম চট্টগ্রাম
চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তে টোল বক্সের আগে সী-বিচ এলাকায রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে একজন মৃত্যু হয়েছে। বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার কথা ছিল।
শুক্রবার(১০ নভেম্বরের) সকাল ৯টার দিকে পতেঙ্গা সি বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আনোয়ারার বাসিন্দা। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও ১৩ বাসযাত্রী গুরুতর আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে